বাউফলে স্লোব-বাংলাদেশ প্রতিষ্ঠাতা সদস্য দুশীর ৮তম মৃত্যু বার্ষিকী পালিত

বাউফলে স্লোব-বাংলাদেশ প্রতিষ্ঠাতা সদস্য দুশীর ৮তম মৃত্যু বার্ষিকী পালিত

  
     মো.দেলোয়ার হোসেন বাউফলঃ পটুয়াখালীর বাউফলে বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠান স্লোব-বাংলাদেশ প্রতিষ্ঠাতা উপজেলার ধূলিয়া ইউনিয়নের কৃতি সন্তান মোতালেব ওয়ের্টার এর সহধর্মিনী ও স্লোব-বাংলাদেশ প্রতিষ্ঠাতা সদস্য ইনগ্রীড স্পুর (দুশী)’র ৮তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় কালিশুরি স্লোব-বাংলাদেশ প্রধান কার্যালয় দুশীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও তাঁর বিদেহী আতœার শান্তি কামনা করে স্বরন সভা অনুষ্ঠিত হয়।
স্বরন সভায় স্লোবে সাধারন বোর্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান সভাপতিত্বে বক্তব্য রাখেন,স্লোব-বাংলাদেশ প্রকল্প পরিচালক সহিদুল ইসলাম,কালিশুরি ডিগ্রী করেজের অধ্যাপক খালিদুর রহমান, অধ্যাপক এ টি এম মাহাবুর রহমা , প্রগ্রোম সাপোট কো-অডিনেটর সফিউল্লাহ, ম্যানেজার মুনসুর আহম্মেদ,ম্যানেজার মো.দেলোয়ার হোসেন,প্রকল্প কর্মকর্তা আ.আজিজ, হিসাব রক্ষক সাহিদা বেগম,সিদ্দিকুর রহমান, হাবিবুর রহমান সহ প্রমুখ।
স্লোবের প্রতিষ্ঠাতা সদস্য দুশী দীর্ঘদিন যাবত ব্রেষ্ট ক্যানসার রোগে আক্রান্ত হয়ে নেদারল্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০১৩ সালের ৪ মার্চ মারা যান।